গাইবান্ধা শহরের ভিএইড রোডে আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জাকারিয়া হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়া গাইবান্ধা শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বারুপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ বলেন, ভিএইড রোড ধরে শহরে মোটরসাইকেলযোগে প্রবেশ করছিলেন জাকারিয়া এসময় বিপরীত দিক থেকে আসা একটি ফাঁকা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত জাকারিয়াকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএ