জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা রোভার স্কাউট গ্রুপের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষ্যে সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা রোভার স্কাউটের সম্পাদক মাহবুব-উল-আলম লেবু, লিডার রুহুল আমিন, সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা গণসংযোগ ও মার্কেটিং তিতাস মোস্তফাসহ রোভার স্কাউট সদস্যরা।
বিডি প্রতিদিন/এএ