বিয়ের পর বাবার বাড়ি এসে স্বর্ণের গহনা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে আজমিরা খাতুন (১৯) নামে এক নববধূ। আজ মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মেয়ের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। আজমেরি খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের মোসারফ আলীর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের তাহের আলীর ছেলে শাহিন আলীর (২২) সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। গত সোমবার আজমিরা খাতুন জামাইকে সাথে নিয়ে বাবার বাড়ি আসেন। মঙ্গলবার দিবাগত রাত্রে বাথরুমে যাওয়ার নাম করে সে ঘর থেকে বের হয়। এরপর বাড়ির পেছনের আম গাছের সাথে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নিহতের বাবা মোসারফ আলীর জানান, বিয়ের পর মেয়ে আমার কাছে স্বর্ণের গহনা জন্য চাপাচাপি করতে থাকে। আমি বলি মা একটু সবুর কর। আমি কয়েক দিন পরেই তোকে স্বর্ণের গহনা বানিয়ে দেব। স্বর্ণের গহনা না দেওয়ার কারণে হয়ত অভিমান করে আমার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে ঘটনাটি আত্মহত্যার। কোনো অভিযোগ না থাকায় ও নিহতর পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর