বাগেরহাটের মোরেলগঞ্জে সাত ব্যবসায়ীকে আর্থিক দণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হচ্ছেন পান ব্যবসায়ী রতন দাস, পরিমল দাস, ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির শেখ, জামাল হোসেন ও লিটন শরীফ।
শনিবার বেলা ১২টার দুকে মোরেলগঞ্জ সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান।
বাজারের সরকারি রাস্তা দখল করে ফল ও পানের ব্যবসার দোকান বসিয়ে জনসাধারণের ভোগান্তি সৃষ্টির দায়ে ওই ব্যবসায়ীদের নিকট থেকে ৩ হাজার ৭শ' টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন