চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্র্যাচ ও মুসল্লীদের মাঝে নামাজ পাড়ার চেয়ার প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি স্থানীয় কমিউিনিটি সেন্টারে মুসলিম হেল্প ইউকে’র সহায়তায় আমরা ৯৩ এসএসসি ব্যাচের উদ্যোগে এসব সামগ্রী প্রদান করা হয়।
এসময় মেশবাহুল হকের সভাপতিত্বে ও ইয়াসমিন আক্তার সীমার সঞ্চালনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তৌহিদ খান, আফরোজ জামান বাবলু, কামরুজ্জামান, মনির, কোহিনুর, নাসরিন, ঝর্ণা, মেসবাহসহ অন্যরা।
অনুষ্ঠানে জেলার সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মাঝে ১৩টি হুইল চেয়ার, ৩টি ক্র্যাচ ও ১০টি চেয়ার প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন