সারাদেশে গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোনায় ৩১৪টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয় শনিবার। তৃণমূল পর্যায়ে গণটিকা নিতে অসহায় দরিদ্র নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টিকা কেন্দ্রগুলোতে আসছেন।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি ও নেত্রকোনা পৌরসভা।
করোনার অতিমারি ঠেকাতে সরকারের নেয়া গণটিকা কার্যক্রম বাস্তবায়নে জেলা শহরসহ সকল উপজেলায় টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে শহরের জয়ের বাজার মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্নসী, সিভিল সার্জন সেলিম মিয়াসহ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর শহরের ১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভিড় লক্ষ্য করা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের তথ্যমতে, ১০ উপজেলা ও ৪টি পৌরসভায় ৩১৪টি টিকাদান কেন্দ্রে একযোগে চলছে গণ টিকাদান কার্যক্রম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ