ঝিনাইদহে হত্যা মামলার এক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন এর কোদালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাবের কোম্পানী কোমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান জানান, ঝিনাইদহের সদর উপজেলার যাদবপুর গ্রামে নিহত আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ১০ই জানুয়ারি উক্ত বিরোধের জেরে চাচা ভাতিজার মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে ভাতিজা শহীদ চাচা আওলাদের মাথায় কোদাল দিয়ে আঘাত করে আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই ঘটনায় প্রধান আসামী ভাতিজা শহীদ দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/এএ