বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী ওই নারী জানান, কড়ইবাড়িয়া ইউনিয়নের খালেক মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে দুই বছর পূর্বে দর্জির দোকান দেওয়ার কারণে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী পরিচয় তারা ঘুরে বেড়ায়। বিয়ে করার কথা বললে আজ কাল পরশু করে ওই নারীকে ঘুরাতে থাকে সোহেল। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
সোহেলের পরিবার এখন অন্যত্র তাকে বিয়ে করাতে চাইছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও তারা কোনো সুরাহা করতে পারেনি বলে জানান ওই তরুণী।
তবে স্থানীয়রা টাকা দিয়ে বিষয়টি মিমাংসার কথা বলছে। ভুক্তভোগী ওই নারী বলেন, আমিতো টাকা পয়সা চাই না। আমি আমার সন্তানের সামাজিক স্বীকৃতি চাই।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল মোল্লা বলেন, আমি ওই নারীর কাছে টাকা পাব, তাই আমার নামে মিথ্যা কথা বলছে। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাখাওত হোসেন (তপু) বলেন, এ বিষয় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন