জয়পুরহাট জেলাকে মাদকমুক্তের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার সুপার মাছুম আহাম্মদ ভুঞা। এর আগে তিনি প্রতিটি থানা এলাকা থেকে দালাল মুক্তের ঘোষণা দিয়েছিলেন। এখন জেলার প্রতিটি মানুষ পুলিশী সেবা পাচ্ছেন।
থানায় মামলা কিংবা জিডি করতে পয়সা খরচ হচ্ছে না। এক বছর দায়িত্ব পালনকালে তিনি ইতোমধ্যেই জেলা বাসীর মন জয় করেছেন। করোনাকালীন অসহায় মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁছে দেওয়া, আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা, শীত বস্ত্র বিতরণ, বিনা পয়সায় পুলিশ কনস্টেবলের চাকরী প্রদান সহ নানা কাজে তিনি মানবিক পুলিশ সুপার হিসেবে সবার মন জয় করেছেন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনা মূলক উন্নতি হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, জয়পুরহাট জেলাকে মাদক মুক্ত করে প্রতিটি বাড়িতে পুলিশী সেবা নিশ্চিত করায় এখন তার বড় কাজ। এ কাজে সবার সহযোগিতা চান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর