চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস, লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবদুল মালেক (৫০) নিহত হয়েছেন। এসময় লেগুনার দুই যাত্রী গুরুতর আহত হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী গ্রামের নজির আহমদের ছেলে।
আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ফাইশ্যাখালী গ্রামের নুরুল কাদেরের ছেলে রাশেদুল ইসলাম (৪০) ও নুরুল আলমের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক ইমন কান্তি চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের মালমুঘাট এলাকায় কক্সবাজারগামী একটি বাস একইমুখি একটি লেগুনাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশে পড়ে যায়। আহত হয় দুই যাত্রী।
তিনি আরো বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম