জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কুমিল্লা নগরীর টাউনহলের ভাষা সৈনিক রফিকুল ইসলাম মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু, গাজী মনির, মো. জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, এয়ার আহম্মদ সেলিম, ইমতিয়াজ হাবীব, ফিরোজ রহমান রাসেল, এম এ করিম, আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজম, ওবায়েদ খান চৌধুরী ও সেলিম আহমেদসহ আরো অনেকে।
যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু বলেন, ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। সেদিন আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন