শেরপুরের নালিতাবাড়ী বন বিভাগের সামাজিক বন ও লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির দল। খেয়ে সাবাড় করছে বোরো ফসলের মাঠ। বিনষ্ট করছে গাছপালা। হাতির আক্রমণে আজ আহত হয়েছেন এক যুবক।
শনিবার দুপুরে দাওধারা গ্রামের মোহাম্মদ আলীর মানসিক প্রতিবন্ধি ছেলে হযরত আলী (২২) বাড়ি থেকে বেড়িয়ে পাহাড়ের গহীনে গেলে খাদ্যের সন্ধানে নেমে আসা বন্যহাতি তার উপর আক্রমণ চালায়। শুঁড় দিয়ে পেচিয়ে এবং বা দিয়ে পিষে গুরুতর জখম করে। এসময় হযরত আলী ও হাতির চিৎকার শোনে পাহাড়ে গরু চড়াতে যাওয়া সৈয়দ আলী ও মোখলেছসহ অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, আমরা ইতিমধ্যেই আহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছি।
আবেদন সাপেক্ষে নিয়ম অনুযায়ী আহত ব্যক্তিকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও জানান, হাতি-মানুষ সহাবস্থানে রাখতে আমরা দিনরাত কাজ করছি। ইতিমধ্যেই কিছু সফলতা পাওয়া গেছে। বন্যহাতি দ্বারা যে কেউ যে কোন ধরণের ক্ষতির শিকার হলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম