দিনাজপুরের খানসামায় আত্রাই নদীর তীর থেকে একটি মানব ভ্রুণ উদ্ধার করা হয়েছে। মানব ভ্রুণের আনুমানিক বয়স ৫-৬ মাস হতে পারে বলে জানায় খানসামা ফায়ার সার্ভিস।
শনিবার দুপুরে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম বাসুলী গ্রামের চেয়ারম্যান পাড়া এলাকায় আত্রাই নদীতে নবজাতক সাদৃশ্য একটি বস্তু দেখতে পান এলাকাবাসী। এরপর কয়েকজন ওই বস্তুটি উদ্ধার করেন এবং তাতে দেখতে পান একটি মানব ভ্রুণ। মুর্হুতের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে দেখার জন্যে ভিড় জমে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা উদ্ধার করেন। কারো কোন আপত্তি না থাকায় ভ্রুণটিকে দাফনের জন্য স্থানীয় এলাকাবাসীকে অনুমতি দেয়া হয়।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রুণটির বয়স আনুমানিক ৫-৬ মাস হবে।
বিডি প্রতিদিন/এএম