কক্সবাজারের টেকনাফে আবছার উদ্দিন (৩২) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় কোনো ক্লু উদঘাটন করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবী, এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। শনিবার নিহতের পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত যুবক হচ্ছেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী ৯ওয়ার্ড কম্বনিয়া পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা কিভাবে খুন করেছে তা এখনো নিশ্চিত নয়। জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম