ভালুকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকিউল বারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উপজেলার ১২ হাজার ২০৪ জন মানুষের মাঝে কম মূলে টিসিবির পণ্য বিতরণ করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ে একেক দিন উপজেলার ৬টি করে স্পটে ওই পণ্য বিক্রয় করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর