অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্ররি আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পর জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ শামীম আলম।
জেলা পাবলিক লাইব্রেরির সহ সভাপতি ও প্রতিযোগিতা উপ কমিটির আহ্বায়ক এডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার ও কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ।
আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে তিনটি গ্রুপে বিজয়ী ২৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম