ঝালকাঠির সদর উপজেলায় ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেয়েটির দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হন। এ সময় একই এলাকার মামুন ফকির ও শুভ নামে দুই যুবক ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। পরে মা ঘরে ফিরে শিশুটির কাছে বিষয়টি জানতে পারে। দুপুরে মেয়েটির বাবা ঝালকাঠি সদর থানায় এসে ঘটনাটি জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই