আসন্ন রমজান উপলক্ষে ঝিনাইদহে ১ লাখ ২০ হাজার ১৩৩টি পরিবারকে দেওয়া হবে টিসিবির পণ্য। শনিবার রাতে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম।
সারা দেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচির আওতায় রবিবার থেকে শুরু হবে এই কর্মসূচি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে তেল, ডাল ও চিনি কিনতে পারবেন।
১১০ টাকা দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হবে। পরবর্তী সময়ে এর সাথে যোগ হবে ছোলা ও খেজুর।
বিডি প্রতিদিন/এমআই