গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রবিবার বেলা ১১টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদতবরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর