জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সাপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে রবিবার সকালে সদর উপজেলার নয়াকান্দির দি গ্রানাডা স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন ও পৌর মেয়র মো. রমজান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে এবছর ৩ লাখ ৪৪ হাজার ৩৭ জন ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খায়ানো হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ