দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে। রবিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ মোড়ের রাজাপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২২) ও শহরের বড়বন্দর এলাকার কৃষণ মজুমদার ওরফে আনোয়ারুল ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে দুর্ঘটনায় পতিত হওয়া একটি ট্রাককে কাউগা মোড় এলাকায় রাস্তার পাশে রাখা হয়েছিল। রবিবার ভোরে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে মোটরসাইকেল নিয়ে শ্যালক ও দুলাভাই যাচ্ছিল। কাউগাঁ মোড়ের রাজাপুকুর নামক এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি দাঁড়ানো ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ারুল ও শ্যালক নজরুল প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন নিশ্চিত করে বলেন, রবিবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুইজনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ফারজানা