মেহেরপুরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। রবিবার সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে উদ্ভোধনী অনুষ্ঠানে জলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবির পণ্য তুলে দিয়ে টিসিবি কার্যক্রমের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।
মেহেরপুর জেলায় ভর্তুকি ম‚ল্যে ৬৬ হাজার ৭৬৩ পরিবারের মাধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে কলে জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএ