ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৮ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শরিফুনেচ্ছা মিকি সভাপতি ও শাহজাহান আলী সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় পৌর শহরের আখ সেন্টার চত্বরে সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবী নেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ