পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে ১ কোটি পরিবারে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, চাঁদপুরে ৮ উপজেলার ১ লাখ ৪৫ হাজার ১৪৭ কার্ডধারি পরিবার পাবে এই পন্য সামগ্রী।
প্রথম পর্যায় আজ থেকে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় হবে। এছাড়া দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রি হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৫নম্বর রামপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রামপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ