আসন্ন পবিত্র রমজান মাসে ভতুর্কি মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, যে কোন ধর্মের মানুষ কোন ধর্মীয় উৎসবে বিপদগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছেন। মুসলিম ধর্মে মাহে রমজান মুসলমানদের একটি মাসব্যাপি উৎসব। প্রতিটি ধর্মীয় মানুষ যেন সঠিকভাবে ধর্ম পালন করতে পারে, অভাব অনটন যেন কোন মানুষকে আক্রান্ত করতে না পারে, সেই লক্ষেই নিত্য প্রয়োজনীয় পণ্য ঘরে ঘরে পৌছে দেয়ার ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কারণেই বিশ্বের দরবারে শেখ হাসিনা আজ মানবতার নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রবিবার দিনাজপুর চেহেলগাজী শিক্ষানিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন শেখপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভুর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি জামায়াত এ দেশকে ধ্বংস করার সকল প্রকার ষড়যন্ত্র করেছে। মানুষ যেন না খেয়ে থাকে সে জন্য সন্ত্রাসী কায়দায় জ্বালাও পোড়াও সৃষ্টি করে বিশৃৃঙ্খলার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনা ঠাণ্ডা মাথায় সব কিছু মোকাবেলা করে দেশকে উন্নয়নের সড়কে নিয়ে গেছেন এবং জনগণ সুখ ও শান্তিতে বসবাস করছেন। না খেয়ে মানুষ মারা গেছে, কৃষকরা সার পায়নি, নায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে লুটপাট এ ধরনের কোন অভিযোগ নেই। এদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শিক্ষিত দেশ হিসেবে বিশ্ব আজ বাংলাদেশকে চিনেছে। আর এসবের জন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার নেত্রী হিসেবে উপাধি পেয়েছেন।
বিক্রয় কর্মসুচীর উদ্বোধনকালে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন