নীলফামারীতে শুরু হলো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রবিবার বেলা ১১টার দিকে সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে কার্ডধারীদের হাতে পণ্য তুলে দিয়ে জেলায় একযোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার উপস্থিত ছিলেন।
আজ রবিবার থেকে নীলফামারী ছয় উপজেলা ও চার পৌরসভায় ১ লাখ ৫৬ হাজার ৪৭১টি ফ্যামিলি কার্ড ধারী পরিবার ন্যায্য মূল্যে টিসিবির পন্য কিনতে পারবেন। প্রতি কার্ডধারী পরিবার রমজানের আগ পর্যন্ত ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ছোলা ক্রয় করতে পারবেন। এছাড়াও রমজান মাসের থেকে ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা কিনতে পারবেন। জেলায় মোট ১৮ জন ডিলারের মাধ্য বিক্রয় কার্যক্রম কার্যক্রম পরিচালনা করছে।
টিসিবির এই বিশেষ কার্ডের পণ্য বিক্রয় মনিটরিং করার জন্য উপজেলা ভিত্তিক মনিটরিং টিম বিক্রয়কার্যে অব্যবস্থাপনা প্রতিরোধে উপজেলা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকছে।
বিডি প্রতিদিন/এএ