স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে দিনাজপুর কবিতা উৎসব পরিষদ আয়োজন করে কবিতা পাঠের আসর। সোমবার দিনাজপুর গোর-এ-শহীদ ময়দান যেন কবিতার ছন্দে নিস্তব্দ নিশ্চুপ হয়ে যায় কিছুক্ষণ।
জেলা প্রশাসনের সহযোগিতায় কবিতা পাঠের আসরে স্বাধীনতার ৫০বছর পূর্তিতে দেশী-বিদেশী ৫০ কবির কবিতা নিয়ে প্রকাশিত “এবং ৫০” ও ভাঁজপত্র উচ্ছ্বাস এর মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে দিনাজপুরের স্থানীয় কবি আমজাদ আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আসরে কবিতা পাঠ করেন মাসুদুল হক, তরিকুল আলম, শাশ্বত ভট্টাচার্য্য, নিরঞ্জন রায়, কমল কুজুর, বিধান দত্ত, বাসব রায়, নিরঞ্জন রায়, আনন্দ সাজু, তুষার শুভ্র, শৈশব রাজু, সরকার হায়দার, লাল মিয়া প্রমুখ।
দিনাজপুর কবিতা উৎসব পরিষদের আহ্বায়ক প্রফেসর মাসুদুল হক বলেন, কবিতা মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, জীবনকে চালিত করে। তাই সবদেশে সবকালে কবিতাকে সমাজ ও রাষ্ট্র মেনে নিয়েছে। পৃথিবীর সকল ভাষাগোষ্ঠীর কবি ও কবিতাকে মান্যতা দিয়েই ইউনেস্কো প্রতিবছর ২১ মার্চ এই দিবসের ঘোষণা করেন। দিনাজপুর কবিতা উৎসব পরিষদ ১০ জন বিদেশী কবির কবিতার বাংলা অনুবাদ ও স্থানীয় ৪০ জন কবির কবিতা নিয়ে একটি প্রকাশনা করেছে।
এদিকে, সোমবার সকাল ১১টায় দিনাজপুর হেমায়েত আলী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর শাখা আয়োজন করে কবিতা বঙ্গবন্ধু কাব্যপাঠ-আলোচনা অনুষ্ঠান এবং বিকাল ৫টায় জেলা শিল্পকলা চত্ত্বরে আবৃত্তি কানন ও প্রগতি লেখক সংঘ কবিতা পাঠের আয়োজন করে।
বিডি প্রতিদিন/হিমেল