কুড়িগ্রাম শহরে প্রধান বাজারের দুইটি পাইকারি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সোমবার ভোররাতে কাপড়পট্টিতে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকানসহ তাদের দুটি গোডাউনের মালামালও পুড়ে গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এবং ব্যবসায়ীরা জানায়, সোমবার ভোররাত তিনটার দিকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন একটি কসমেটিকস, একটি ইলেক্ট্রনিক্সের দোকান ও তাদের গোডাউন ঘরে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি টিম এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী ফরিদুল ইসলাম জানান, বিভিন্নভাবে ঋণ করে ঈদের আগে মাল তুলেছি। সব পুড়ে নিঃস্ব হয়ে গেলাম। দুটি দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী সাজ্জাদ জানান, তাৎক্ষণিকভাবে খবর না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই