মাদারীপুরের শিবচরে স্বামীর ছুরিকাঘাতে আয়েশা (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের অটোচালক রেজ্জেক তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দু’জনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রেজ্জেক তালুকদার রাগান্বিত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার পেটে ও নাকের কাছে আঘাত করলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতর্ব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আমি ৯টার দিকে নাইট ডিউটিতে আসি। আমি যতটুকু জানতে পারি ওই নারীকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিলো। তার শরীরে ২টি ছুরির আঘাত আমরা দেখতে পেয়েছি।
শিবচর থানার উপপরিদর্শক শোভন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আমরা ঘটনার সংবাদ পাই। এসে আমরা মরদেহটি উদ্ধার করি। কি কারণে এমন ঘটনা- তা আমরা খতিয়ে দেখছি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই রেজ্জেকসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক