জয়পুরহাটের ক্ষেতলালে আল-সেফা ডায়াগনস্টিক সেন্টারে মাসুদ করিম নামে এক ভুয়া চিকিৎসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃত মাসুদ করিম (৪৫) রংপুর সদরের রাধাবল্লব গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকায় অবস্থিত আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন মাসুদ করিম। একজন রোগী চিকিৎসা নিতে গিয়ে মাসুদ করিম এমবিবিএস চিকিৎসক নন বলে তার সন্দেহ হলে ঘটনাটি স্থানীয়দের জানান। পরে ভুয়া ডাক্তার তার কাছে প্রাতিষ্ঠানিক কোন ধরনের সনদ নেই বলে স্বীকার করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, মাসুদ করিম নামে এক ব্যক্তি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ক্ষেতলাল উপজেলা আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন। একজন রোগী চিকিৎসা নিতে গিয়ে মাসুদ করিম এমবিবিএস চিকিৎসক নন বলে তার সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে তার ৪০ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/এএ