খুলনা ডুমুরিয়ায় সাড়ে ১১ হাজার খামারীর ‘গাভী পালন ও নিরাপদ দুগ্ধ উৎপাদন’ প্রকল্পে আওতায় দুধ ও দুগ্ধজাতপন্য বাজারজাতকরণে সফল মিঠাই ঘর আইটলেটের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার নগরীর ১০৯, সাউথ সেন্ট্রাল রোডে (পাইনিয়ার মহিলা কলেজের পাশে) সফল মিঠাই ঘর আউটলেটের উদ্বোধন করেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. অরুন কান্তি মন্ডল।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা ভেটেনারি অফিসার ডাঃ আইউব আলী, নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি অপারেশন অফিসার শাকিল আনোয়ার ও কৃষিবিদ ইকবাল হোসেন।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং উত্তরণ সফল প্রকল্প ও প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগীতায় ও সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমূখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালনায় খামারীদের উৎপাদিতপূর্ণ ননিযুক্ত দুধ ও দুগ্ধজাতপণ্য সরাসরি আউটলেটে বিক্রি করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ