ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্য মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় ধাপের পণ্য বিক্রির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে এবং নলডাঙ্গা পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে সরকারি ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার সুখময় সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ধাপে জেলায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে মোট ১৬ হাজার ২৪১ জন উপকার ভোগি ডাল, তেল, ছোলা এবং চিনি পণ্য ক্রয় করতে পারেন।
বিডি প্রতিদিন/এএ