প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে জেলার ৯টি হতদরিদ্র পরিবার। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলার ৯টি থানায় ৯টি হতদরিদ্র পরিবারকে এই গৃহ হস্তান্তর করা হবে। মুজিবশতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহনির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করে।
এই প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক/তিন কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করে। বর্তমানে প্রকল্পের ঘরগুলো হস্তান্তরের অপেক্ষায় আছে। আগামী ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উপকারভোগীদের নিকট ঘরগুলো জমিসহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই