গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার আশপাশের গুরুত্বপূর্ণ ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগ গাজীপুর। এ সময় মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাসহ সকল দোকানপাট গুড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমদাদুল হক।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান বলেন, দীর্ঘ দিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান ধারাবাহিক ভাবে চলতে থাকবে। এসময় জেলা ও হাইওয়ে পুলিশের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর