চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার শিক্ষক ও পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে (৬২) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হলে দর্শনা আমলি আদালতের বিচারক জোহরা খাতুন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন সকালে দর্শনার দক্ষিণচাঁদপুর গ্রামের মাসুমা জান্নাত মাদরাসা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, ‘১০/১১ দিন আগে অভিযুক্ত গোলাম কিবরিয়া তার মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবা মেয়ের সাথে দেখা করতে গেলে ঘটনা জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মাদরাসা শিক্ষককে ধরে পুলিশে দেয়।’
ওসি আরো জানান, ‘ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। একই সাথে ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ ভুক্তভোগী ছাত্রীর মা গণমাধ্যমকে বলেন, “গোলাম কিবরিয়া কয়েকদিন আগে আমার মেয়েকে (১১) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। মেয়ে ভয়ে আমাদের না জানালেও বিষয়টি তার সহপাঠীদের জানায়। পরে সেই সহপাঠীদের অভিভাবকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এখন আমার মেয়ে সমাজে মুখ দেখাবে কীভাবে? আমরা ওই হুজুরের ফাঁসি চাই।”
বিডি-প্রতিদিন/শফিক