শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৪৬২ জন ক্রেতার মাঝে আজ বৃহস্পতিবার বিকালে টিসিবির পণ্য-সামগ্রী ২য় বারের মত পৌছে দেয়ার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। প্রতি প্যাকেজে ২ কেজি ছোলা, ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ২ কেজি করে চিনি বিক্রয় করা হচ্ছে।
বৃহস্পতিবার উপজেলার ৩টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় রামভদ্রপুর ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিদর্শন করে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বিডি প্রতিদিন/এএ