সিলেটের বিশ্বনাথে নিত্য পণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সদরের নতুন ও পুরাতন বাজার ও রামপাশা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সদরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক নুসরাত জাহান। অপরদিকে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
এ সময় মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখা ও একটি ইট ভাটার লাইসেন্স নবায়ন না করায় পৃথক ভাবে ১২টি মামলা পরিচালনার মাধ্যমে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১২টি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/এএ