চাঁদপুরের কচুয়ায় ব্যবসায়ী আবুল বাসার হত্যা মামলার ২নং আসামি আব্দুল কাদেরকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কড়ইয়া বিশ্বরোড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এরপর তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দেন। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি কড়ইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের ব্যবসায়ীকে হত্যার সাথে আবুল বাসার জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে কচুয়া বাজারের ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ হন। এর পরের দিন রবিবার কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় আবুল বাসারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর