ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ওরফে জুয়েলের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
এ নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ৯ জন সদস্য (মেম্বার)। চেয়ারম্যনের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন। ফলে বলুহর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের প্রায় ১৫ লাখ টাকার ভুয়া ও মিথ্যা ভাউচার রেজ্যুলেশনের মাধ্যমে আত্মসাত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কোনো মাসিক সভা করেননি। পরিষদ সদস্যরা বারবার অনুরোধ করলেও তিনি নানা কৌশলে এড়িয়ে যান। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।’
অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন জামেনা খাতুন, শাহানারা খাতুন, কুলসুম বেগম, ফারুক হোসেন, রবিউল ইসলাম, বিপ্লব হোসেন, শরিফুল ইসলাম, মইদুল ইসলাম ও রফিকুল ইসলাম।
তবে চেয়ারম্যান নজরুল ইসলাম নজু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়। ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ