কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শাহ গরীবুল্লাহর মাজার ঢিবিতে প্রত্নতত্ত্ব উৎখননে প্রাপ্ত বস্তু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এগারসিন্দুর গ্রামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পণ্ডিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক পরিচালক রাখি রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদর চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহিদ চৌধুরী।
এগারসিন্দুর ঈশা খাঁন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস ও ড. আহমেদ উল্লাহ, উপ-পরিচালক (প্রশাসন) ড. মো. আতাউর রহমান, উপ-পরিচালক লাভলী ইয়াছমিন, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান বাবু, এগারসিন্দুর ইশা খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা এনামুল হক রাজীব প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা খনন কাজ পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের জানানো হয়, ২০২১-২০২২ অর্থ বছরে ঐতিহাসিক শাহ গরীবুল্লাহর মাজার ঢিবিতে উৎখননে প্রাচীন বসতির আলামত আবিষ্কৃতসহ বিভিন্ন রকমের মৃৎপাত্র, ধাতব, পাথর প্রত্নবস্তু ও জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। যা কিশোরগঞ্জ তথা পাকুন্দিয়ার প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর