ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ শুভেচ্ছা উপহার প্রদান করেছে। জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাইনস মাঠে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল মোমেন। মুন্সীগঞ্জ জেলার পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত পুলিশ ও আনসার সিভিল স্টাফ ও আউট সোর্সিং সদস্যদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় পুলিশে কর্মরত সকল পর্যায়ের সদস্যদের কর্মস্পৃহা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্যদের পাশাপাশি সিভিল স্টাফ, আনসার ও আউটসোর্সিং স্টাফদের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কমকতাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ