পেঁয়াজ আমদানির ব্যাপারে খোলামেলা তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সপ্তাহখানেক ধৈর্য ধরলে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে। তখন কৃষকেরা লাভবান হবেন বলে প্রত্যাশা করেন তিনি। পেঁয়াজের দাম নিয়ে উভয় সংকটে রয়েছে সরকার। তিনি বলেন, দাম বৃদ্ধি পেলে জনগণের সমস্যা, পেঁয়াজের দাম কম হলে আবার কৃষকেরা সমস্যা। মিডিয়া, বিএনপি ও এদেশের কিছু বুদ্ধিজীবী আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে। তাঁরা শুধু সমালোচনা করেন।
আজ বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সারের জন্য শুধুমাত্র বছরে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন।
পেঁয়াজের কম মূল্যে ক্ষোভ প্রকাশ করেন রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকেরা। তারা বলেন এ বছর পেঁয়াজের ফলন কম হয়েছে। বর্তমানে পেঁয়াজের বাজার মূল্য কম। কৃষকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে কৃষিপণ্যের দাম বৃদ্ধি করা না হলে কৃষকেরা পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিবেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা প্রশাসন আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম সহীদ নূর আকবর, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর