আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দলে ছোটখাটো মনোমালিন্য থাকতেই পাবে, কিন্তু কোনো অবস্থাতেই নৌকাকে পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে দুর্বল করা যাবে না।’
তিনি বলেন, ‘ব্যক্তিগত মনোমালিন্যের কারণে যদি নৌকাকে পরাজিত করে ৭১’র স্বাধীনতাবিরোধী আর ৭৫’ এর ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসার সুযোগ করে দেন, তাহলে তাদের ভয়াল থাবা থেকে আপনারাও মুক্তি পাবেন না। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই এদেশের স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত হানবে, দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে ধ্বংস করে বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্রে পরিণত করবে। তাই সবাইকে মনে রাখতে হবে, নৌকা মানেই স্বাধীনতার পক্ষের শক্তি, নৌকা মানেই বাংলাদেশের উন্নয়ন।’
বৃহস্পতিবার জামালপুর জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ