বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপিকে নির্বাচনে নিতে বিদেশিদের কাছে ধরণা দিয়ে লাভ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা-রায় প্রত্যাহার করুন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিন, বিএনপি নির্বাচনে যাবে। বিদেশে বিএনপির বন্ধু আছে, আপনাদের মতো প্রভু নেই। বিএনপির বক্তব্য স্পষ্ট, গণতন্ত্র, ভোটাধিকার হরণকারী আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’
বৃহস্পতিবার ময়মনসিংহ মহানগরের ১৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোস্তফা খানের সভাপতিত্বে মহানগরের সি কে ঘোষ রোডে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, ফারাজনা রহমান হোসনা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, মাহবুবুল আলম প্রমুখ।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘উন্নয়নের নামে মেগা প্রজেক্টে মেগা দূর্নীতি করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হবার পথে। দেশ-বিদেশ থেকে মোটা সুদে ঋণ করে দেশ চালাচ্ছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার নির্বিকার, বরং তুচ্ছতাচ্ছিল্য করে জনগণের সাথে উপহাস করছে। টিসিবির কার্ড নিয়েও দুর্নীতি-জালিয়াতি করছে। আওয়ামী বলয়ের মানুষরা দুর্নীতি লুটপাট করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ছে, সাধারণ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। তিনি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ