পাট অধিদপ্তরের প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়েছেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুই হাজার ৬০০ চাষী। বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এসব পাট বীজ ও সার বিতরণ করা হয়।
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষকের এক বিঘা জমি চাষে এক কেজি করে পাট বীজ এবং মোট ১২ কেজি ইউরিয়া, টিএসপি ও এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম এবং উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুবিনা খাতুন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ