কুমিল্লায় র্যাবের সাথে মাদক কারবারিদের গোলাগুলিতে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মাদক কারবারিদের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আমাদের অভিযানে হঠাৎ মাদক কারবারিরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ আনা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ