উপকুলের রেজুখালের মোহনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জাফর আলম প্রকাশ মীর জাফর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জাফর আলম উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ সেলিম বলেন, খালে নেমে পানিতে ডুব দিলে বয়োবৃদ্ধ জাফর আলম নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ৮-১০ ঘণ্টা পর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তার লাশ ভেসে উঠে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
রেজুখালে মাছ ধরতে জাফর আলম নামের একজনে মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন