বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর গুণগত মানসনদ গ্রহণ না করে দই উৎপাদন করায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শহরের থানা মোড় ও ঝাউতলা এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়িদুর রহমান। এসময় বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, অবৈধভাবে দই উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআইর স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর এবং মেসার্স এনাম দই ঘরকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এতে সঠিক পরিমাপ ও মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ জন সবজি বিক্রেতাকে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএ