সিরাজগঞ্জ বেলকুচিতে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন ট্টাইবুন্যাল-১ এ মামলা দায়ের করা হয়েছে। আজ ভিকটিমের মা দুইজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বেলকুচির আগুরিয়া গ্রামের মৃত মোগরোব আলীর পুত্র মো. নুরু সেখ (৪০) ও মৃত বুজরক ফকিরের পুত্র ছলিম ফকির (৪৫) বিভিন্ন সময়ে বেলকুচি ডি এল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রীকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসত। এরই এক পর্যায়ে গত ৩১ মার্চ রাত্রী ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে বাথরুমে যাওয়ার পথে আসামিরা নাক মুখ চেপে তুলে নিয়ে গিয়ে পার্শ্বের শাল বাগানে পালাক্রমে ধর্ষণ করে। আদালত মামলা তদন্ত করার জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে।
বিডি প্রতিদিন/এএ