বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, স্কাউটস নাগরপুর উপজেলার শাখার কমিশনার রতন চক্রবর্তী, স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। এসময় বিভিন্ন স্কুল-কলেজের স্কাউট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই